বাংলাদেশসহ বিশ্বের তরুণ আলোকচিত্র শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসা, তাদের ছবি তোলা আগ্রহ ও প্রয়াসকে সারা বিশ্বে জানান দেওয়ার লক্ষ্যে কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদশর্নী (আই.আই.ইউ.পি.ই)।
বাংলাদেশের ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব’এর উদ্যোগে মঙ্গলবার কলকাতার টালিগঞ্জের ‘গ্যালারী গোল্ড’ এ শুরু হয়েছে এই প্রদর্শনী। এতে স্থান পেয়েছে বিভিন্ন সময়ে পুরস্কার পাওয়া মোট ৫০ টি ছবি। প্রদশর্নী চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। গত দুই দিন ধরে ভাল সাড়াও মিলেছে। প্রদর্শনী দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ছবি প্রেমী মানুষ ও স্কুলের শিক্ষার্থীরাও।
চলতি বছরে ১১ তম আইআইইউপিই আয়োজন করা হচ্ছে। এবার এই আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের চারটি দেশের ৫ টি জায়গায়। কলকাতার পরই বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে ৩-৫ আগস্ট চলবে এই প্রদর্শনী। পরবর্তীতে নেপালের কাটমান্ডু (৮-১০ আগস্ট), অষ্ট্রেলিয়ার সিডনিতে চার্লস স্টার্ট ইউনিভার্সিটি (৮-১০ আগস্ট) এবং আগামী ১৭ আগস্ট বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই আয়োজনের।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৫৯ দেশের ২১৭টি বিশ্ববিদ্যালয়ের ৫১৭ জন আলোকচিত্রীর ৯৪১৫টি আলোকচিত্র ও ৬১টি ছবিগল্প জমা পড়ে। পরবর্তীতে এরমধ্য থেকে বিচারকমন্ডলীর বিবেচনায় ১০ টি দেশের ৩২ টি বিশ্ববিদ্যালয়ের ৮৩ জন আলোকচিত্রীর সেরা ১৩১টি ছবি ও দুটি ছবিগল্প সহ মোট ১৪৫টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন