কলকাতার কফি হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউসে ঢোকার মুখে সিঁড়িতে ইলেক্ট্রক মিটার থেকে এই আগুন লাগে।
জানা যায়, কফি হাউসের কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে আসে৷ যদিও তার আগেই অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন কফি হাউসের কর্মীরা।
এরপর ঘটনাস্থলে সিইএসসি ও পুলিশ এসে পৌঁছায়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগে থাকতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ এদিকে কফি হাউসে আগুনের খবরে আতঙ্ক ছড়ায় কলেজ স্ট্রিট এলাকায়৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর