ভারতের আসাম রাজ্যে নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে ভারতের নাগরিকত্ব হারানোর শঙ্কায় পড়েছেন ৪০ লাখ মানুষ। এ তালিকা তৈরির কড়া সমালোচনা করেছেন আসামের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, বাঙালি ও বিহারিদের বিচ্ছিন্ন করতেই এ তালিকা করা হয়েছে।
তালিকা তৈরিকে খেলা আখ্যা দিয়ে মমতা আরও বলেন, 'এর কারণে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা এতে উদ্বিগ্ন কারণ ভারতীয়রা নিজ দেশেই রোহিঙ্গা হওয়ার পরিস্থিতিতে পড়েছে। বাংলা ভাষী মানুষ ও বিহারীদের ছুড়ে ফেলতে এ নীলনকশা করা হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়বে আমাদের রাজ্যেও।' সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/ফারজানা