১০ জুন, ২০১৯ ১৯:১১

বিজেপি-তৃণমূলের সংঘর্ষ নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি

দীপক দেবনাথ, কলকাতা

বিজেপি-তৃণমূলের সংঘর্ষ নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি। তার অভিযোগ এই রাজনৈতিক সহিংসতায় মৃত্যু নিয়ে ভুল তথ্য দিচ্ছে বিজেপি। ভোটের পর তারাই সন্ত্রাস করেছে। যদিও প্রশাসন কঠোর হাতে তার মোকাবিলা করছে বলেও দাবি করেছেন মমতা।
সোমবার নবান্নে তিনি বলেন ‘নির্বাচনের পর দুই-তিনটে গণ্ডগোল হয়েছে-সেটা হয়ে বিজেপির জন্য। নিজেদের ভগবান ভাবতে শুরু করেছে। ভাগবান থাকলেও চমকে উঠতো। কিন্তু সেগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি। দুইজন মারা গেলে, বলে দিচ্ছে পাঁচ জন মারা গেছে। মিথ্যা কথা বলছে।’ 

মৃত্যুর সংখ্যা পরিবেশন নিয়ে গণমাধ্যমেরও সমালোচনা করেন তিনি। তার দাবি ‘যে বাংলা এত শান্তিতে আছে, আজও নারীরা রাতে ঘুরে বেড়ায়-এটা কোথাও নেই। মনে রাখবেন এত গুন্ডামি করেও যেখানে ইচ্ছা বসে পড়ছে, পুলিশকে মারছে। তারপরও অত বড় বড় কথা মানায় না, শোভা পায় না।’
উল্লেখ্য শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওটে রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত ভাঙিপাড়া গ্রাম। সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন তৃণমূল কর্মী বাকী দুইজন বিজেপি কর্মী। যদিও বিজেপির দাবি তাদের পাঁচজন কর্মী নিহত হয়েছে। এমনকি একাধিক গণমাধ্যমেও নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর