ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার রক্তচাপ কমে গেছে, একই সঙ্গে প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে। বর্তমানে তিনি আইসিসিইউতে চিকিৎসাধীন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর শুনেই হাসপাতালে ছুটে যান।
বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন রাজ্যপাল জগদীপ ধনখরও তাকে দেখতে গিয়েছিলেন।
৭৫ বছর বয়সী বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তার গুরুতর অসুস্থতার খবরে বামপন্থী নেতাকর্মীরা ভেঙে পড়েছেন। ইতোমধ্যেই হাসপাতালে সামনে অনেক বাম সমর্থক সমবেত হয়েছেন। তাকে দেখতে গিয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রসহ শীর্ষ বামফ্রন্ট নেতৃত্ব।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        