করোনাভাইরাস থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল এবং কলেজ বন্ধের নির্দেশ দিল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার।
শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
তাতে বলা হয়েছে, আগামী ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্র সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে কোনো অভ্যন্তরীণ পরীক্ষাও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সহ অন্য বোর্ডের পরীক্ষাগুলি নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।
এর আগে খড়গপুর আইআইটি তরফ থেকে নির্দেশিকা জারি করে আগামীকাল আমি ৩১ মার্চ পর্যন্ত তাদের পঠন-পাঠন বন্ধ রাখার নির্দেশ দেয়। ওই দিন পর্যন্ত কোন ক্লাস বা সেমিনার করা যাবে না। আর এই নির্দেশিকা আসার পরই শনিবার থেকে ক্যাম্পাস ছাড়তে শুরু করেন অনেক শিক্ষার্থী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও সমস্ত ক্লাস এবং পরীক্ষা সোমবার থেকে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন