ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘রাজ্যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতাদি। মানুষ তার কথায় বিশ্বাস করেছিলেন। কিন্তু ১০ বছরে নির্মমতা ছাড়া কিছু পায়নি পশ্চিমবঙ্গের মানুষ।’
আজ রবিবার পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তিনি। ভারতকে বদনাম করতে এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করে এসময় মোদি আরও বলেন, আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে। কিন্তু এ নিয়ে ‘দিদি’র (মমতা ব্যানার্জি) মুখ থেকে একটি কথাও বের হয় না।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের উন্নয়ন দ্রুতগতিতে করার জন্য এখানেও ডবল ইঞ্জিনের সরকার প্রয়োজন। দুর্নীতি ও তোলাবাজি দূর হবে যখন এখানে আসল পরিবর্তন আসবে। যখন এখানে বিজেপি সরকার গঠন হবে।’ সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক