১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত ভুল ছিল বলে জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ২৭ মার্চ থেকে পশ্চিমবঙ্গসহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভার নির্বাচন শুরু হচ্ছে। তার আগে মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে কর্ণেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ কথা স্বীকার করেন রাহুল। জরুরি অবস্থার সময় দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীও তেমনটাই মনে করতেন বলে দাবি রাহুলের।
উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল ভারতে জরুরি অবস্থা জারি ছিল। সেই সময় কেন্দ্রে ক্ষমতায় ছিল ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার। জরুরি অবস্থা জারির জন্য এখনও সমালোচনার মুখে পড়তে হয় কংগ্রেসকে। কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির অনেক নেতা-যাদেরকে জরুরি অবস্থায় কারাগারে যেতে হয়েছিল- বিভিন্ন সময়ে তারা কংগ্রেসকে এই ইস্যুতে নিশানা করেন। এমনকি গত বছরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন একটি মাত্র পরিবার ক্ষমতার লোভে গোটা দেশকে সারারাত কারাগার বানিয়ে ফেলেছিল।
বিডি-প্রতিদিন/শফিক