৮ মার্চ, ২০২১ ২২:৪৯

২৯৪ টা আসনেই আমি প্রার্থী : মমতা

দীপক দেবনাথ, কলকাতা

২৯৪ টা আসনেই আমি প্রার্থী : মমতা

আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় প্রচারণা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার কলেজস্ট্রীট থেকে ডেরিনা ক্রসিং পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা করেন তৃণমূল প্রধান। গলায় ‘জয় বাংলা’ প্ল্যাকার্ড ঝুলিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী। এই মিছিলে উপস্থিত ছিলেন একুশের নির্বাচনে তৃণমূলের টিকিট পাওয়া জুন মালিয়া, লাভলি মৈত্র, অদিতি মুন্সি, সায়নী ঘোষ, সায়ন্তিকা ব্যানার্জি, কৌশানী মুখার্জি সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া রণিতা, সুদেষ্ণা রায়, শ্রীতমা ভট্টাচার্য’এর মতো টলিউডের সেলিব্রেটিরাও। 

এছাড়াও ছিলেন দলের নারী বিধায়ক নয়না ব্যনার্জি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ নুসরত জাহান, দোলা সেনসহ অন্য নেত্রীরা। 

পদযাত্রা শেষে মোদি সরকারকে নিশানা করে মমতা বলেন ‘নারীদের অসম্মান করা আমি মানব না। মোদি বাবু ও শাহ বাবু বাংলায় এসে মিথ্যা কথা বলেন। প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন। এটা তাজ্জব ব্যাপার।’ তার দাবি বাংলার মেয়েরাই বেশি সুরক্ষিত, তা না হলে রাতে তারা কি করে কাজ থেকে বাড়ি ফেরে।’ 

সামনেই নির্বাচন, সেদিকে তাকিয়ে মমতা বলেন ‘আমার চলচ্চিত্র জগত থেকে যারা এসেছেন তারা প্রত্যেকেই প্রায় প্রার্থী। আমি আমার পশ্চিমবঙ্গের সব জেলায়, সব ব্লকে অনুরোধ জানাবো যে তারা যেন তাদের ঘরের মেয়ের সম্মান দিয়ে তাদের প্রত্যেককে জেতায়। মনে রাখবেন ২৯৪ টা আসনেই আমিই লড়াই করছি। লড়াইটা আমার সাথে বিজেপির। বিজেপির রুপি আছে, মেশিনারি আছে, গুন্ডা আছে কিন্তু আমার কিছু নেই। আমার সাথে ১০০ ভাগ মানুষ আছে।’
মোদিকে তোপ দেগে মমতা বলেন ‘স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদির নাম করা হচ্ছে, কোভিড-১৯ ভ্যাকসিন সনদে মোদির ছবি দেওয়া হচ্ছে। তিনি এখন ইসরো তৈরি করছেন এবং তার নিজের ছবি মহাকাশে পাঠাচ্ছেন। একদিন আসবে যেদিন দেশের নামও মোদি হয়ে যাবে।’  
গত রবিবার বিজেপির ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন ‘ওরা ব্রিগেডটাকে বি-গ্রেড করে দিয়েছে। ওর থেকে আমাদের আজকের এই মিছিলেন বেশি লোক হয়েছে।’  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর