পি কে হালদারসহ অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে আমাগী ১১ দিনের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন কলকাতার নগদ দায়রা আদালত। ১০ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের।
এসময় দুই পক্ষের সওয়াল জবাব শেষে এই নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারক সৌভিক ঘোষ। সেক্ষেত্রে আগামী ৭ জুন ফের সকলকে আদালতে তোলা হবে।
কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ১৪ মে পি কে হালদারসহ অভিযুক্তদের আটক করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রথমে তিনদিনের রিমান্ড, এরপর ১০ দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার তাদের স্পেশাল সিবিআই আদালতে তোলা হলো।
অন্যদিকে, একই অভিযোগে অভিযুক্ত নারী আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকেও তার দশ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজ আদালতে তোলা হয়।
বিডি-প্রতিদিন/শফিক