২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৮:২২

১৫ মিনিট আগে রাজনীতি ছেড়েছি, বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অনলাইন ডেস্ক

১৫ মিনিট আগে রাজনীতি ছেড়েছি, বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। ফাইল ছবি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ওমপ্রকাশ মিশ্রকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষামহলে শুরু হয়েছে সমালোচনা। 

অনেকের প্রশ্ন, শাসকদলের এক নেতাকে কেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হলো?

তবে বৃহস্পতিবার উপাচার্যের দায়িত্ব নিয়েই এই রাজনীতির বিষয়টি নিজে খোলসা করলেন ওমপ্রকাশ মিশ্র।

তিনি বললেন, ‘উপাচার্য পদে বসার ১৫ মিনিট আগে রাজনীতি ত্যাগ করেছি। এখন আর রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই।’ এভাবেই নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। তার সঙ্গে যাবতীয় দ্বন্দ্বেরও সমাধান করলেন নিজেই।

ওমপ্রকাশ আগে কংগ্রেস করতেন। সেই সময় বারবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতেন তিনি। তবে গত বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে নাম লেখান। এরপর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূলের টিকিটে ভোটেও লড়েছিলেন। কিন্তু গেরুয়া ঝড়ে ওলটপালট হয়ে যায় ঘাসফুল শিবির। হেরে গিয়েছিলেন ওমপ্রকাশ।

 সূত্র : হিন্দুস্তান টাইমস 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর