ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল রাতে বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় এই বৈঠক হয়। গাজীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রকৌশলী অধ্যাপক আনোয়ারুল আজীমের নেতৃত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ টেক্সটাইল ও এগ্রিকালচার প্রকৌশলীরা অংশ নেন। এ সময় বিএনপি চেয়ারপারসন আগামী দিনের সরকারবিরোধী আন্দোলনে প্রকৌশলীসহ সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। সিনিয়র প্রকৌশলীদের মধ্যে রিয়াজ হাসান খন্দকার, হারুনুর রশীদ, মিয়া মুহাম্মদ কাইয়ুম, রিয়াজুল ইসলাম রিজু, মহিউদ্দিন আহমেদ সেলিম, শাহ আলম, হাসিন আহমেদ, কাজী মুহাম্মদ সুফিয়ান, মাসুদ আহমেদ, একরামুল হক রোকনী, রেজাউল করীম, মঞ্জুরুল ইসলাম, আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান মানিক, এস এম গালিব, আবদুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।নির্বাচন প্রভাবিত করছে প্রধানমন্ত্রীর কার্যালয়, অভিযোগ রিজভীর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিরুদ্ধে উপজেলা নির্বাচন প্রভাবিত করার অভিযোগ এনেছে সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী দল বিএনপি। দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, আগামী সোমবার পীরগঞ্জ উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে প্রধানমন্ত্রীর এক আত্মীয় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা অবস্থান নিয়েছেন। তারা কাবিখা টেস্ট রিলিফসহ নানা উন্নয়ন বরাদ্দ দিয়ে নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন করছেন। এভাবে বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা নির্বাচনকে প্রভাবিত করা হচ্ছে। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সোমবার পীরগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে ছায়াদত হোসেন বকুল। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
শিরোনাম
- নতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ
- এফডব্লিউএ'র বর্ষসেরা পুরুষ ফুটবলার সালাহ
- ইউটিউবে নাহিদের ‘বাবার সাইকেল’
- ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশের ক্রিকেট বোর্ড
আন্দোলনে প্রকৌশলীদের সহযোগিতা চাইলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর