বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্কের ‘বড় ও সুন্দর সেতু’ তৈরির ওপর জোর দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আমেরিকান স্ট্যাডিজের এক সেমিনারে দুই দেশের সম্পর্ক নিয়ে বক্তব্য দেন মোজেনা। রাষ্ট্রদূত বলেন, শিক্ষা-গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্কের একটি বড় ও সুন্দর সেতু গড়তে অবদান রাখতে পারে। আপনাদের কাজ অনেক বড়। সেতু তৈরি সহজ কোনো বিষয় নয়। কিন্তু আশাকরি এই কনফারেন্স শেষে সেতু নির্মাণের জন্য অপেক্ষাকৃত প্রস্তুত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ইউএস সোসাইটি অ্যান্ড কালচার’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা যৌথভাবে আয়োজন করে আমেরিকান সেন্টার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্ট্যাডিজ। এতে ৩৫ জন কলেজ শিক্ষক অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর আমেরিকান স্ট্যাডিজের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আহমেদ এ জামাল। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত মোজেনা বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে বাংলাদেশের মানুষ আমেরিকার সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে জানতে পারবে। এসব বিষয়ে কর্মশালায় নানা দিক নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ও এ ধরনের কর্মকাণ্ডের বড় অংশীদার। দূতাবাসকে এ ধরনের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত বলেন, সেমিনারে অংশগ্রহণকারীদের জানার পরিধি বাড়বে যা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক গড়তে সহায়ক হবে।
শিরোনাম
- নতুন নেতৃত্বে চলচ্চিত্র পরিচালক সমিতি
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভাপতি শ্যামল, সম্পাদক সিরাজ
- এফডব্লিউএ'র বর্ষসেরা পুরুষ ফুটবলার সালাহ
- ইউটিউবে নাহিদের ‘বাবার সাইকেল’
- ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দুই দেশের ক্রিকেট বোর্ড
সম্পর্কের ‘বড় ও সুন্দর সেতু’ গড়তে হবে : মোজেনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর