শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
অষ্টম কলাম

গাছে ব্যান্ডেজ লাগিয়ে প্রতিবাদ!

গাছে পেরেক ঠোকায় ব্যান্ডেজ লাগিয়ে অভিনব প্রতিবাদ করেছে রাজবাড়ীর একটি সামাজিক সংগঠন। গতকাল দুপুরে গোয়ালন্দ বাজার রেলস্টেশন এলাকায় এ প্রতিবাদ করে 'একজ জাগরণে' নামের ওই সংগঠনটি। এ সময় তারা গাছটিতে জগদীশ চন্দ্র বসুর উক্তি 'গাছেরও প্রাণ আছে' সংবলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়। বাংলানিউজ। স্থানীয়রা জানান, এলাকার সৌন্দর্য বর্ধনে ২০১১ সালে গোয়ালন্দ বাজার স্টেশন সংলগ্ন এক কিলোমিটার এলাকাজুড়ে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে 'একজ জাগরণে'। সেই গাছগুলোতেই পেরেক ঠুকে নিজেদের প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। এরই বিরুদ্ধে অভিনব এ প্রতিবাদ জানানো হয়।

সর্বশেষ খবর