শিরোনাম
রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা
কোস্টগার্ডের সঙ্গে সংঘর্ষ

নিহতরাও আসামি

কক্সবাজারের টেকনাফে নাফ নদে কোস্টগার্ডের সঙ্গে শুক্রবার ভোরে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে নিহত তিন ব্যক্তিসহ ১৫ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার মো. তারেক মোস্তফা বাদী হয়ে এ মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে নাফ নদের শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকায় মাদক ব্যবসায়ী ও কোস্টগার্ডের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিন ইয়াবা ব্যবসায়ী নিহত হন। আহত হন কোস্টগার্ডের দুই সদস্য ও ট্রলার মাঝি। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ পাঁচজনকে আটক করেছে কক্সবাজার থানা পুলিশ। এতে আহত কোস্টগার্ডের এমই-১ আবদুস সামাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল, এ বি মোহাম্মদ ফায়সালকে চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতাল এবং কোস্টগার্ডের ট্রলার মাঝি আমান উল্লাহকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের আমিন মাঝি প্রকাশ ভুলু মাঝি (৩৮), মহেশখালীর গোরকঘাটার কালু (৪২) ও কক্সবাজার সদরের জহির আহমদ (৩৫)।

 

সর্বশেষ খবর