সংবিধানের ষোড়শ সংশোধনী বিলসহ চারটি বিলে গতকাল সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মাধ্যমে বিলগুলো আইনে পরিণত হলো। জাতীয় সংসদ সচিবালয় স্বাক্ষরের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে। এ আইনের বলে ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অভিযোগ প্রমাণিত হলে বিচারপতিদের অপসারণ করতে পারবে জাতীয় সংসদ। তবে এ জন্য সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। ষোড়শ সংশোধনী অনুযায়ী, বিচারপতি অপসারণের ক্ষেত্রে তাদের ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অভিযোগ তদন্ত ও প্রমাণের বিষয়ে পৃথক একটি আইন করা হবে, যা আগামী সংসদে পাস হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন আইনমন্ত্রী। গত ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৩২৭ জন উপস্থিত সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে সংবিধান ষোড়শ সংশোধন বিল-২০১৪ পাস হয়। এ বিলের মাধ্যমে ৩৬ বছর পর সংসদ ফিরে পায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা। ১৯৭২ সালের সংবিধানে এ ক্ষমতা সংসদের ছিল। ’৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরবর্তীতে সামরিক ফরমান বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে এই ক্ষমতা দেওয়া হয়। ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধানটি সংবিধানে যুক্ত হয়। সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে তা বাতিল হলো।
এ ছাড়া রাষ্ট্রপতি আরও যে বিলগুলোতে গতকাল সম্মতি স্বাক্ষর করেছেন, সেগুলো হলো- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বিল, ২০১৪, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিল, ২০১৪ এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০১৪ বিল।
শিরোনাম
- হাবিপ্রবিতে ‘কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স’ শীর্ষক কর্মশালা
- আড়াইহাজারে এক দিনে ১০ হাজার গাছের চারা বিতরণ
- শেখ রেহানার স্বামী-দেবরের জমিসহ ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ
- সিলেট সীমান্তে ফের ৮০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ
- আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা
- সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম চাকরিচ্যুত
- মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের
- কেউ কেউ বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে : দুদু
- ইসরায়েলের নতুন হামলা বন্ধে লেবাননকে যে শর্ত দিল আমেরিকা
- সংসদ নির্বাচনে ইসিকে ৪.৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান
- নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য, ইরানি জেনারেলের হুঙ্কার
- স্ত্রী-সন্তানকে মাসে ৪ লাখ রুপি দিতে হবে, শামিকে আদালতের নির্দেশ
- বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে র্যালি ও আলোচনা সভা
- ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি
- শেরপুর আদালত প্রাঙ্গনে গাছ: ক্লান্ত বিচারপ্রার্থীদের শান্তির পরশ
- সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর
- ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট-অ্যামাজনসহ বহু প্রতিষ্ঠান
- বৃন্দাবন কলেজে ফের বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি
- রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন আবারও পেছাল
সংবিধান সংশোধনীসহ চার বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর