সংবিধানের ষোড়শ সংশোধনী বিলসহ চারটি বিলে গতকাল সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মাধ্যমে বিলগুলো আইনে পরিণত হলো। জাতীয় সংসদ সচিবালয় স্বাক্ষরের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে। এ আইনের বলে ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অভিযোগ প্রমাণিত হলে বিচারপতিদের অপসারণ করতে পারবে জাতীয় সংসদ। তবে এ জন্য সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। ষোড়শ সংশোধনী অনুযায়ী, বিচারপতি অপসারণের ক্ষেত্রে তাদের ‘অসদাচরণ ও অসামর্থ্য’র অভিযোগ তদন্ত ও প্রমাণের বিষয়ে পৃথক একটি আইন করা হবে, যা আগামী সংসদে পাস হবে বলে ইতিমধ্যে জানিয়েছেন আইনমন্ত্রী। গত ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৩২৭ জন উপস্থিত সংসদ সদস্যের বিভক্তি ভোটের মাধ্যমে সংবিধান ষোড়শ সংশোধন বিল-২০১৪ পাস হয়। এ বিলের মাধ্যমে ৩৬ বছর পর সংসদ ফিরে পায় বিচারপতিদের অপসারণের ক্ষমতা। ১৯৭২ সালের সংবিধানে এ ক্ষমতা সংসদের ছিল। ’৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পরবর্তীতে সামরিক ফরমান বলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে এই ক্ষমতা দেওয়া হয়। ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধানটি সংবিধানে যুক্ত হয়। সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে তা বাতিল হলো।
এ ছাড়া রাষ্ট্রপতি আরও যে বিলগুলোতে গতকাল সম্মতি স্বাক্ষর করেছেন, সেগুলো হলো- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বিল, ২০১৪, ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) বিল, ২০১৪ এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০১৪ বিল।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
সংবিধান সংশোধনীসহ চার বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর