প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সংখ্যালঘু নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে ঢাকা ও কুড়িগ্রামে দায়ের করা দুটি পৃথক মামলায় সমন জারি করা হয়েছে। দুই মামলায় একই দিনে আদালতে উপস্থিতির আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) বাদী অ্যাডভোকেট গিয়াসউদ্দিনের দায়ের করা ৯৭৪/২০১৪ নং মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে আগামী ৯ নভেম্বর সশরীরে উপস্থিতির আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় ইসলাম ধর্মের অবমাননা, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সংখ্যালঘু নির্যাতনে উসকানির অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসলাম ধর্মের অবমাননা, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত, সংখ্যালঘু নির্যাতনে উসকানি ও দেশের সাধারণ নির্বাচনকে ব্যঙ্গ করার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও একই পত্রিকার ফটোসাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে মামলা করেছেন কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। দণ্ডবিধি ২৯৫/২৯৮ ধারায় করা মামলায় আদালত সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদী সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ৯ নভেম্বর বিবাদীদেরকে আদালতে সশরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মামলার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বাদী সাখাওয়াত হোসেন জানান, প্রথম আলো পত্রিকায় ২০০৭ সালের সেপ্টেম্বরে আলপিন ও ২০১৩ সালে রসআলোতে মহানবী (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন প্রচার করা হয়েছে। এই পত্রিকায় সুরা লোকমানের ২৭ নং আয়াতের অর্থও বিকৃত করে প্রচার ও প্রকাশ করা হয়েছে। এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ ছাড়া সম্প্রতি নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিন্দু নারী ভোটারের লাল টিপ সংবলিত ছবি প্রকাশ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের উসকানি দেওয়া হয়েছে। এই পত্রিকার বিভিন্ন প্রতিবেদনে দেশের সাধারণ নির্বাচনকেও ব্যঙ্গ করা হয়েছে। পুরনো এই ইস্যুগুলোতে এখন কেন মামলা জানতে চাইলে বাদী সাখাওয়াত হোসেন বলেন, আমি বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন মাধ্যমে জেনেছি। কিন্তু তথ্যপ্রমাণ সাপেক্ষে জ্ঞাত ছিলাম না। বুধবার সেগুলো হাতে পেয়েই গতকাল নাগরিক হিসেবে আদালতের দ্বারস্থ হয়েছি।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী