প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সংখ্যালঘু নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে ঢাকা ও কুড়িগ্রামে দায়ের করা দুটি পৃথক মামলায় সমন জারি করা হয়েছে। দুই মামলায় একই দিনে আদালতে উপস্থিতির আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) বাদী অ্যাডভোকেট গিয়াসউদ্দিনের দায়ের করা ৯৭৪/২০১৪ নং মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে আগামী ৯ নভেম্বর সশরীরে উপস্থিতির আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় ইসলাম ধর্মের অবমাননা, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সংখ্যালঘু নির্যাতনে উসকানির অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসলাম ধর্মের অবমাননা, বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত, সংখ্যালঘু নির্যাতনে উসকানি ও দেশের সাধারণ নির্বাচনকে ব্যঙ্গ করার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও একই পত্রিকার ফটোসাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে মামলা করেছেন কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। দণ্ডবিধি ২৯৫/২৯৮ ধারায় করা মামলায় আদালত সমন জারি করেছেন বলে জানিয়েছেন বাদী সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ৯ নভেম্বর বিবাদীদেরকে আদালতে সশরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মামলার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বাদী সাখাওয়াত হোসেন জানান, প্রথম আলো পত্রিকায় ২০০৭ সালের সেপ্টেম্বরে আলপিন ও ২০১৩ সালে রসআলোতে মহানবী (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন প্রচার করা হয়েছে। এই পত্রিকায় সুরা লোকমানের ২৭ নং আয়াতের অর্থও বিকৃত করে প্রচার ও প্রকাশ করা হয়েছে। এই বিষয়গুলো একজন মুসলমান হিসেবে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ ছাড়া সম্প্রতি নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিন্দু নারী ভোটারের লাল টিপ সংবলিত ছবি প্রকাশ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের উসকানি দেওয়া হয়েছে। এই পত্রিকার বিভিন্ন প্রতিবেদনে দেশের সাধারণ নির্বাচনকেও ব্যঙ্গ করা হয়েছে। পুরনো এই ইস্যুগুলোতে এখন কেন মামলা জানতে চাইলে বাদী সাখাওয়াত হোসেন বলেন, আমি বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন মাধ্যমে জেনেছি। কিন্তু তথ্যপ্রমাণ সাপেক্ষে জ্ঞাত ছিলাম না। বুধবার সেগুলো হাতে পেয়েই গতকাল নাগরিক হিসেবে আদালতের দ্বারস্থ হয়েছি।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত
প্রথম আলো সম্পাদককে দুই আদালতের সমন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর