এসআই ক্লোজড
পটুয়াখালীর দুমকি থানার পাংগাশিয়ায় পরকীয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় সোমবার রাতে এলাকাবাসীর হাতে ধরা পড়েন পুলিশের এসআই মুনসুর আহমদ। খবর পেয়ে দুমকি থানা পুলিশ রাতেই তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী ও পুলিশ বিভাগে শুরু হয়েছে তোলপাড়। বিভাগীয় শাস্তি হিসেবে তাকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
-পটুয়াখালী প্রতিনিধি
দারোগার বিরুদ্ধে মানববন্ধন
গাজীপুরের জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুহাম্মদ রবিউল আলমের নানা অনিয়ম, দুর্নীতি ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এলাকাবাসি মানববন্ধন করেছেন। তবে এসআই রবিউল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। গাজীপুরের পুলিশ সুপার আ. বাতেন বলেন, মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
-গাজীপুর প্রতিনিধি
একই বাড়ির চার ফ্ল্যাটে ডাকাতি
টঙ্গীর তিলারগাতি এলাকায় গতকাল ভোররাতে একটি বাড়ির দোতলার চারটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটেছে। বাড়ির লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফ্ল্যাটের দুইজনকে কুপিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পালানোর সময় সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
টঙ্গী মডেল থানার উপ পরিদর্শক আজিজ লস্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
-টঙ্গী প্রতিনিধি
শীর্ষ সন্ত্রাসী আটক
রূপগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ উপজেলার শীর্ষ সন্ত্রাসী আক্তার বাহিনীর প্রধান আক্তারকে (৪২) আটক করেছে র্যাব। সোমবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের গুতয়াব এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে অস্ত্র, হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১৯টি মামলা রয়েছে আক্তার হোসেন মোল্লার বিরুদ্ধে।
-রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
খুনিদের ফাঁসি দাবি
নরসিংদী সরকারি কলেজের অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র খায়রুল ইসলামের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল মানববন্ধন ও শোকর্যালি করেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। খায়রুল হত্যার দুই মাস পার হলেও জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
-নরসিংদী প্রতিনিধি
আসামিদের হামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর গ্রামে গতকাল আসামি ধরতে গিয়ে পুলিশের সামনে আসামি পক্ষের হামলায় মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। নবীনগর থানার ওসি জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের উপস্থিতিতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নেত্রকোনা বারের নির্বাচন
নেত্রকোনা জেলা বারের নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাডভোকেট এ কে এম শাহনেওয়াজ ফকির সভাপতি ও অ্যাডভোকেট শহীদুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৬০ জন ভোটারের মধ্যে ২৪৭ জনের ভোটাধিকার প্রয়োগের মধ্যদিয়ে ১১ সদস্য বিশিষ্ট জেলা বার কমিটি গঠিত হয়েছে।
-নেত্রকোনা প্রতিনিধি
নর্তকীর কারাদণ্ড
লালমনিরহাটে অশ্লীল নৃত্য পরিবেশনের দায়ে ৫ নর্তকীসহ ৮ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝুমুর বেগম, রত্না, রানী, সুমি আখতার, লাবনী, মোফাজ্জল হোসেন, মোকছেদুল ইসলাম ও তারা মিয়া। সদর উপজেলার তিস্তার হরিণচওড়ার এলাকায় বেশ কয়েকদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর পরিচালনা করে আসছিল একটি প্রভাবশালী মহল।
-লালমনিরহাট প্রতিনিধি
কঙ্কাল চুরি
রাজবাড়ীর বালিয়াকান্দির সোনাইডাঙ্গা গ্রামের কবরস্থান থেকে সোমবার রাতে ৮টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া কঙ্কালের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে। তার নাম আইনউদ্দিন। তার বাড়ি সোনাইডাঙ্গা গ্রামে।
-রাজবাড়ী প্রতিনিধি