বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আকাশে উড়লেন সেনাবাহিনীর দুই নারী পাইলট

আকাশে উড়লেন সেনাবাহিনীর দুই নারী পাইলট

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো দুজন নারী শিক্ষানবিস পাইলট গতকাল ঢাকার তেজগাঁওয়ে আর্মি অ্যাভিয়েশন গ্রুপে সফলভাবে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেছেন। ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার সেসনা ১৫২ অ্যারোপেক প্রশিক্ষণ বিমানের মাধ্যমে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেন।

ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। ইঞ্জিনিয়ার্স কোরের সব আবশ্যক কোর্স শেষ করে গত বছরের ১৬ নভেম্বর আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগদান করেন। তিনি  গত ১৮ জুন তার উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন। ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরে কমিশন লাভ করেন। অর্ডন্যান্স কোরের সব আবশ্যক কোর্স শেষ করে গত বছরের ১৬ নভেম্বর তিনি আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগদান করেন। গত ৩০ জুন প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো মহিলা পাইলট সংযোজন একটি নতুন দিগন্তের সূচনা করবে।  সেনাবাহিনীর দুই মহিলা পাইলট বাংলাদেশের নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন বলে তারা মনে করেন। আর্মি অ্যাভিয়েশন বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে বিপুল সংখ্যক সেনা পাইলটদের প্রশিক্ষিত করেছে গুরুত্বপূর্ণ এই সংস্থাটি। এত দিন এখানে শুধু পুরুষ পাইলটদের প্রশিক্ষণ প্রদান করা হতো। গত বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটিতে দুজন নারী পাইলটের প্রশিক্ষণ শুরু হয়। -আইএসপিআর।

সর্বশেষ খবর