আত্মসমর্পণকারী সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ দস্যুকে গতকাল বিকালে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ৫২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের ৫ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন এসব বনদস্যু। তাদের বিরুদ্ধে ওইদিন রাতে র্যাব-৮-এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে অস্ত্র আইনে মংলা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। গতকাল বিকালে ওই দুটি মামলার তদন্ত কর্মকর্তা মংলা থানার এসআই মঞ্জুরে এলাহী বনদস্যু মাস্টার বাহিনী প্রধানসহ ১০ দস্যুকে বাগেরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম গাজীর আদালত সুন্দরবনের ত্রাস বনদস্যু মাস্টার বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ ১০ দস্যুকে বাগেরহাট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাস্টার বাহিনী প্রধানসহ ওই বাহিনীর ১০ দস্যুকে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ ভ্যানে করে প্রথমে আদালতে ও পরে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। র্যাব-৮-এর ডিএডি মো. হাবিব বাদী হয়ে প্রথম অস্ত্র মামলায় নয় বনদস্যুকে আসামি করে করেন। এ নয় বনদস্যুর মধ্যে মাস্টার বাহিনী প্রধান মো. মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার (৪৬), তার সেকেন্ড ইন কমান্ডার সোহাগ আকন্দ (৩৭), সোলায়মান শেখ (২২), সুলতান খাঁ (৫৮), ফজলু শেখ (৩৪), শাহীন শেখ (৩২), সুমন সরদার (২৬), হারুন (২৪) ও আরিফ সরদারকে (২২) আসামি করা হয়। অন্য অস্ত্র মামলায় একমাত্র আসামি করা হয় আসাদুল ইসলাম কোকিলকে (২৭)।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
মাস্টার বাহিনীর প্রধানসহ ১০ দস্যু কারাগারে
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর