ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাতেই উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না দেওয়ার অভিযোগে ছাত্রলীগের নেতা-কর্মীরা চবির মেইন গেটে গতকাল দুপুরেই তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে বন্ধ করে দেয় চবির শাটল ট্রেন। টানা বন্ধ শেষে চবি খোলার এ কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়। চবি সূত্রে জানা যায়, মাহে রমজান, ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটি উপলক্ষে গত ১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত বন্ধ থাকে চবি। দেড়মাস শেষে গত রবিবার খোলে চবি। গতকাল সকালে ঘোষণা করা হয় চবি ছাত্রলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এরপর দুপুরেই উত্তাল হয় চবি। এতে শঙ্কা বিরাজ করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আন্দোলনকারী ক্ষুব্ধ নেতা-কর্মী এ সময় বিক্ষোভ-মিছিল করতে থাকে ‘অবৈধ কমিটি মানি না’ বলে স্লোগানও দেয়। আন্দোলকারীদের অভিযোগ, পূর্ণাঙ্গ কমিটিতে যোগ্য, ত্যাগী ও বিভিন্ন আন্দোলনে নেতৃত্বদানকারী নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছেন। বেশির ভাগ নেতা-কর্মীই প্রত্যাশিত পদ পাননি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের দাবি— পুনরায় কমিটি ঘোষণা করে যোগ্য ও ত্যাগী নেতাদের প্রত্যাশিত পদ দেওয়া। চবির সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ার অভিযোগে কিছু নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়েছে। পরে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ছাত্রলীগ চবি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জুলাই আলমগীর টিপু সভাপতি ও ফজলে রাব্বী সুজনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগ চবি শাখার এক বছর মেয়াদি কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় সংসদ। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার তাগাদাও দেওয়া হয় সে সময়। কিন্তু কমিটি গঠনের সাত মাসে চার দফা সংঘর্ষ হয়। গত ৯ ফেব্রুয়ারি রাতে কেন্দ্র থেকে চবি কমিটির কার্যক্রম স্থগিত করে দেয়। কিন্তু কমিটির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে ২৬ সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক পদসহ ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। ছাত্রলীগ চবি শাখার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, চবিতে বর্তমানে অনেক নেতা-কর্মী সৃষ্টি হয়েছে। সবাই নিজের মতো করে পদ প্রত্যাশা করছেন। কিন্তু কমিটি তো সীমিত পদের। সবাইকে তো আর খুশি করা যায় না। তাই হয়তো ক্ষুব্ধ হয়ে কেউ কেউ আন্দোলন করছেন। দুদিন আগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, দুদিন পর অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ বৃদ্ধি করবে কেন্দ্রীয় সংসদ।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া