চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে স্থান না পাওয়া ও পদবঞ্চিত নেতা-কর্মীদের ডাকা ছাত্র ধর্মঘটে গতকাল বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। বিক্ষুব্ধরা ক্যাম্পাসে মিছিল করেছেন এবং তাদের হামলায় শাটল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল পৌনে ৮টার দিকে নগরের ঝাউতলা স্টেশনে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন আটকে দেন পদবঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীরা। তারা চালককে ট্রেন থেকে নামিয়ে আটকে রাখেন। অবশ্য ঘণ্টা খানেক পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ট্রেনটি আবার বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা করলে ফরেস্ট গেট এলাকায় আবার বাধা দেন নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। নেতা-কর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের সদস্য জাকির হোসাইন ও ট্রেনচালক ওয়াহিদুজ্জামান আহত হন। ইটপাটকেলের আঘাতে ট্রেনের কাচ ভেঙে যায়। ফলে শাটল ট্রেন আর চলাচল করেনি। গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে বিক্ষোভ করে আসছেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়। তারা গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরেও তালা ঝুলিয়ে দেন। এতে শিক্ষকদের বহনকারী কোনো বাস বিশ্ববিদ্যালয় থেকে শহরে যেতে পারেনি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় ডেকে পাঠিয়েছেন।
শিরোনাম
- লিবিয়ায় নৌকাডুবিতে চার বাংলাদেশির মৃত্যু
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
পদবঞ্চিতরা এবার বন্ধ করে দিল শাটল ট্রেন
ছাত্রলীগের তুলকালাম চলছেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর