যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাস দুয়েক বাকি। জনসমর্থনের দৌড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন। মার্কিন নির্বাচনে কৃষ্ণাঙ্গরা সব সময় একটা ‘ফ্যাক্টর’ হিসেবে কাজ করে। তবে জরিপে কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারির দিকেই বেশি দেখা গেছে। আর এই সময়ে এসে কৃষ্ণাঙ্গদের ভোট টানতে উঠেপড়ে লেগেছে ট্রাম্প। এ জন্য শনিবার ডেট্রয়েটে তাদের একটি গির্জায় যান ট্রাম্প। এ সময় তিনি বলেন, তিনি পুরোপুরি বুঝতে পারেন যে, আফ্রিকান আমেরিকানরা বৈষম্যের শিকার। গির্জা পরিদর্শনের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বেন কারসন। তিনি এ নগরীতে বড় হয়েছেন। ট্রাম্প যখন গির্জায় আসেন তখন বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। গির্জার ভিতরে তিনি যাজকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তাদের এ কথপোকথন আগামী সপ্তাহে বিশপ জ্যাকসনের নিজের টেলিভিশন চ্যানেল ইম্প্যাক্ট টিভি নেটওয়ার্কে প্রচার হবে। গির্জার ভিতরে ট্রাম্প বক্তৃতা দেওয়ার আগে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যখন খুবই সম্ভাবনাময় তরুণ কৃষ্ণাঙ্গদের পেছনের সারিতে থাকতে দেখি এর চেয়ে বেশি দুঃখের আর কিছু হতে পারে না। তিনি বলেন, কৃষ্ণাঙ্গদের জন্য সঠিক কিছু করতে হবে। তিনি কৃষ্ণাঙ্গদের গির্জার প্রশংসা করে বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকান আমেরিকান গির্জাগুলো জাতির বিবেকে পরিণত হয়েছে। তিনি ডেট্রয়েটের সর্বত্র নতুন নতুন রাস্তাঘাট ও সেতু নির্মাণের অঙ্গীকার করেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, বিশপ জ্যাকসনের সঙ্গে সাক্ষাৎকারকালে ট্রাম্প পূর্ব অনুমোদনকৃত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। উত্তরগুলো তার প্রচারণা স্টাফ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি তৈরি করে দেয়। ট্রাম্পকে করা ১২টি প্রশ্ন ও উত্তরের ফাঁস হয়ে যাওয়া একটি কপি নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ট্রাম্পকে হত্যা, বর্ণবাদ এবং তাকে বর্ণবাদী বলে যে অভিযোগ করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। এএফপি।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
কৃষ্ণাঙ্গদের ভোট নিয়ে টানাটানি
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর