সাতকানিয়ার কঞ্চনা ইউনিয়নের বকশিরখিল এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্ত্রাসীদের গুলিতে কাঞ্চনা ইউনিয়ন যুবলীগ নেতা জহিরুল হাসান (৪০) নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত কবির আহম্মদের পুত্র। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঘরে ঢোকার সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা যুবলীগ নেতা জহিরুল হাসানকে গুলি করে। এরপর গুরুতর আহত অবস্থায় জহিরুলকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার জানান, কে বা কারা যুবলীগ নেতা জহিরুলকে গুলি করে হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার আসল রহস্য বের করা হবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        