এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পিছিয়ে থাকা হাওর পাড়ের মানুষগুলোর জীবনযাত্রাও। বদলে যাচ্ছে তাদের পেশা। সরকারের পাশাপাশি কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার প্রচেষ্টায় পাহাড়বেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাওর এলাকায় এখন বইছে পরিবর্তনের হাওয়া। সরেজমিন হাওর এলাকায় দেখা গেছে, এক সময় হাওর পাড়ের যে মানুষগুলো রাত-দিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত, আজ তাদের কেউ সবজি, কেউ মাছ চাষ, হাঁস পালন, মোবাইল সার্ভিসিং এবং কেউ হাতে বুননের কাজ করে সংসার চালাচ্ছে। এতে করে তারা শুধু স্বাবলম্বীই নয়, তারা মহাসুখীও। জানা গেছে, ইউএসএইডের অর্থায়নে বেসরকারি সংস্থা সিএনআরএস কর্তৃক বাস্তবায়িত তাদের ক্রেল প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার হাওরের ওপর নির্ভরশীলদের একটি তালিকা করা হয়। এ তালিকা অনুযায়ী গত চার বছরে তারা হাইল হাওর এলাকার ২৮টি গ্রামের ১ হাজার ৩৮৯ জনকে (পুরুষ ৬৪৬ মহিলা ৭৪৩) বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজে প্রশিক্ষণ দেয়। তাদের মধ্যে ৪৪০ জনকে উন্নত পদ্ধতিতে সবজি চাষ, ৫১৬ জনকে হাঁস-মুরগি পালনে, ২৭৮ জনকে মাছ চাষে, চারজনকে মোবাইল সার্ভিসিংয়ে, ১৫ জনকে স্থানীয় সেবাদানকারী (চাষিদের বিভিন্ন উপাদান ও পরামর্শ প্রদান), ১ জনকে মাছের হ্যাচারি, ১০০ জন মহিলাকে হাতে বুনন ও ২৫ জনকে পোলট্রি ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর থেকে হাওর তীরবর্তী গ্রামের মানুষগুলো বিকল্প পেশায় জীবিকা নির্বাহ করছে। এদের মধ্যে ৪৩০টি পরিবার বাণিজ্যিকভাবে বাড়ির আঙিনায় সবজি চাষ করছে। মাছের চাষ করছেন ১৭৪ জন। হাঁস-মুরগি পালন করছে ৪০০ পরিবার। ১০০ জন মহিলা হাতে পুতুল বানাচ্ছেন। আর চারজন মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা করছেন। মির্জাপুরের কাশিপুর প্রামের জলবায়ু সহিষ্ণু সবজি চাষি আজগর আলী জানান, ক্রেল প্রকল্প অনুযায়ী তাকে সবজি চাষের ওপর প্রশিক্ষণ দিয়ে উন্নত বীজ ও উপকরণ দেওয়া হয়। তিনি এগুলো চাষ করে এই বর্ষা মৌসুমে অনেক লাভবান হয়েছেন। একই গ্রামের লামাপাড়ার আলী আকবর জানান, তাদের পরিবার আগে হাওরের ওপর নির্ভরশীল ছিল। তিনি মোবাইল সার্ভিসিংয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে এখন মির্জাপুর বাজারে দোকান দিয়ে মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। বর্তমানে তিনি সুখী ও স্বাবলম্বী। হাওর এলাকায় কর্মরত ক্রেল (ক্লাইমেট রিজিলিয়ান ইকো সিস্টেম অ্যান্ড লাভলিহুড) প্রকল্পের কমিউনিকেশন অফিসার ইলিয়াস মাহমুদ পলাশ বলেন, ‘কারও একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয়। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলেই একটি দেশের উন্নয়ন হয়। আমরা মূলত হাওর এলাকার গ্রামগুলোর মানুষকে সম্পদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে তাদের বিকল্প জীবিকায়নের ওপর প্রশিক্ষণ দিয়েছি। এতে করে সম্পদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী বহুমুখী জীবিকার পথ খুঁজে পেয়েছে। বিকল্প পেশায় গিয়ে ওই সব পরিবারগুলোর মধ্যেও স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে। আর এই স্বল্পসংখ্যক লোককে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে আমরা দেশের মূল উন্নয়নে অবদান রাখার চেষ্টা করছি।’
শিরোনাম
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
হাওরপাড়ে সুখের হাসি
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর