মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এমপিপুত্রকে প্রধান অতিথি না করায় টুর্নামেন্ট বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মিঠাপুকুর উপজেলায় সরকারদলীয় এমপির ছেলেকে অনুষ্ঠানে প্রধান অতিথি না করায় তার অনুগতরা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের হুমকি-ধমকির কারণে এখন পর্যন্ত টুর্নামেন্ট কমিটি খেলার আয়োজন করতে পারছে না।

জানা গেছে, উপজেলার মিলনপুর যুব উন্নয়ন সংঘ স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের খেলার আয়োজন করে গত শুক্রবার। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলাকে। মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল মজিদ অভিযোগ করেন, ফুটবল টুর্নামেন্টের সঙ্গে আমিও আছি। কিন্তু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন বৃহস্পতিবার সন্ধ্যায় দলবল নিয়ে এসে অনুষ্ঠানে রাশেক রহমানকে প্রধান অতিথি না করায় ক্ষুব্ধ হয়ে তারা শুক্রবার একই সময়ে একই মাঠে পাল্টা টুর্নামেন্টের ঘোষণা দেন। তাদের টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে রাশেক রহমানের নাম ঘোষণা করে মাইকে প্রচারণাও চালান তারা। যদিও এমপির ছেলে রাশেক রহমান আমেরিকায় অবস্থান করছেন। পরে রাতে প্রশাসনের লোকজন এসে খেলা বন্ধ করে দেয়। এ ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক। একই মন্তব্য করেন মিলনপুর যুব উন্নয়ন সংঘের পরিচালক সুমন মিয়াও। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ বলেন, একই সময়ে পাল্টাপাল্টি খেলা আহ্বান করায় উভয়পক্ষকে খেলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেকব লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন বলেন, এ ঘটনার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। স্থানীয় একটি গ্রুপ ক্ষুব্ধ হয়ে পাল্টা খেলা আহ্বান করলে প্রশাসন দুই পক্ষকেই না খেলার আহ্বান জানিয়েছে। তবে হুমকি-ধমকির বিষয়টি অস্বীকার করেন তিনি।

সর্বশেষ খবর