ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একই ওয়ার্ডে দুটি জোড়া শিশু ভর্তি রয়েছে। তার মধ্যে এক শিশুর চিকিৎসার ভার গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরেক শিশুকে স্বজনরা ফেলে চলে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ দেখভাল করছে। দুই মাথা, চার হাত ও দুই পায়ের জোড়া ছেলে শিশুটি হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০৫ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর বেডে ভর্তি রয়েছে। শুক্রবার রাতে হাসপাতালে শিশুটিকে ফেলে চলে যান স্বজনরা। শিশুটি শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহানূর ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. খাজা আবদুল গফুর জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়। চিকিৎসার জন্য শুক্রবার রাতে তাকে এখানে নিয়ে আসেন স্বজনরা। এরপর ২০৫ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ফেলে তারা চলে যান। ওয়ার্ডের অন্য রোগীরা প্রথমে বুঝতে না পারলেও পরে বিষয়টি বুঝতে পারেন। এরপর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা। এখানেই তার প্রয়োজনীয় চিকিৎসা হবে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরই বোঝা যাবে তার শারীরিক অবস্থা কেমন। একই ওয়ার্ডে গাইবান্ধার দুই মাথা, চার হাত ও চার পায়ের ১৮ দিন বয়সের আরেকটি মেয়ে জোড়া শিশু ভর্তি রয়েছে। গতকাল ঢামেক পরিদর্শনে এসে সেই শিশুর চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহনের ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। নাসিম বলেন, আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। এই জোড়া শিশু অপারেশন করে আলাদা করতে হবে এবং তা করা সম্ভব। তার চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া