সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
নোয়াখালীতে মিছিল মিষ্টি বিতরণ

উৎসবমুখর ধানমন্ডি কাদেরের বাসভবন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর হাজার হাজার নেতা-কর্মীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন ওবায়দুল কাদের। গতকাল বিকালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর প্রথমেই ছুটে যান ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে। সেখানে হাজার হাজার নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি ছুটে যান গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে তিনি আবার প্রধানমন্ত্রীকে সালাম করেন এবং দায়িত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। রাতে আবার ফিরে আসেন ধানমন্ডির কার্যালয়ে। সেখানেও নেতা-কর্মীরা তাকে আবার শুভেচ্ছা জানান। কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান করার পর ধানমন্ডির বাসভবনে যান তিনি। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ভিড় জমান। গতকাল গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীর ভিড় ছিল। উৎসবমুখর ছিল ধানমন্ডির সভাপতির কার্যালয় ও ওবায়দুল কাদেরের বাসভবন।

নোয়াখালীতে মিছিল মিষ্টি বিতরণ : সুদীর্ঘ ৩৮ বছর পর আবার নোয়াখালীর সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এলেন। ১৯৭৮ সালের সম্মেলনে জননেতা মরহুম আবদুল মালেক উকিল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর পর নোয়াখালী জেলার আর কেউ দেশের এই প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দলটির শীর্ষস্থানে আসতে পারেননি। দীর্ঘ ৩৮ বছর পর ২০তম জাতীয় সম্মেলনে গতকাল সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালীর আরেক কৃতী সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকালে কাউন্সিল অধিবেশনে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণার খবর ছড়িয়ে পড়লে নোয়াখালীতে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। আনন্দিত-উচ্ছ্বসিত নেতা-কর্মীরা নিজেরা কোলাকুলি ও পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করেন। শহরে আনন্দ মিছিল বের করা হয়।

সর্বশেষ খবর