রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
ঐতিহ্য

কুষ্টিয়ায় লাঠি উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় লাঠি উৎসব

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনের লাঠি খেলা উৎসব। দূর-দূরান্ত  থেকে আসা লাঠিয়ালরা এতে যোগ দিয়েছেন।

‘বাংলাদেশ লাঠিয়াল বাহিনী’ এ উৎসবের আয়োজন করেছে। গতকাল বেলা ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবদিন, প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর নেতারা উপস্থিত ছিলেন। উৎসবে কুষ্টিয়া ছাড়াও নড়াইল, ঝিনাইদহ, পাবনা, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলার ২৫টি দলের প্রায় ৫০০ লাঠিয়াল অংশ নিচ্ছেন। এসব দলে পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর