পুলিশের সাবেক সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে পুলিশের বিশেষ শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) আকরাম হোসেনকে হত্যার অভিযোগ তুলেছেন আক্রামের বোন জান্নাত আরা পারভীন রিনি। তিনি ও অন্যান্য স্বজনরা গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিনি বলেন, আকরামের স্ত্রী বনানী বিনতে বশির ওরফে বর্ণী তার বিয়ের আগে থেকেই বাবুলের সঙ্গে পরিচিত। খুলনায় বাবুলের বাবা পুলিশে আর বনানীর বাবা বিআরডিবিতে চাকরি করতেন। তারা বাস করতেন পাশাপাশি বাড়িতে। সেই সুবাদে বাবুল-বর্ণী সম্পর্ক হয়। ২০০৫ সালের ১৩ জানুয়ারি আকরামের সঙ্গে বিয়ে হয় বর্ণীর। ওদিকে পারিবারিক আয়োজনে মিতুকে বিয়ে করেন বাবুল। কিন্তু বিয়ের পরও বাবুল-বর্ণীর যোগাযোগ অটুট ছিল। বর্ণী-বাবুল চক্রান্ত করেই আকরামকে হত্যা করেন। বিয়ের পর আকরামের একটি সন্তান হয়। সন্তান জন্ম দিতে বর্ণী যখন হাসপাতালে, তখন প্রতিদিনই বর্ণীকে দেখতে বাবুল আক্তার হাসপাতালে আসতেন। বর্ণী হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে নিয়ে তোলা হয় বাবুলের বোন লাবণীর বাসায়। বর্ণীর সঙ্গে যোগাযোগ রক্ষা করত বাবুল। এসআই আকরাম বিদেশে মিশনে থাকাকালে বর্ণীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বাবুল আক্তারের কথা হতো। রিনি বলেন, ‘২০১৪ সালের ২৮ ডিসেম্বর আকরামকে যমুনা সেতু হয়ে ঢাকা আসার পরামর্শ দিয়েছিলেন বর্ণী। পথে আকরামের ওপর চড়াও হওয়ার জন্য বর্ণী সন্ত্রাসী লেলিয়ে দিয়েছিল। এরপর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় মহাসড়কে মুমূর্ষু অবস্থায় আকরামকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আকরামের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রিনি আরও অভিযোগ করেন, আইসিইউতে চিকিৎসাধীন থাকতে আকরামের অবস্থার উন্নতি হচ্ছিল। বর্ণী ওই সময় স্যুপের সঙ্গে স্বামীকে বিষ খাইয়ে দেয়। ২০১৫ সালের ১৩ জানুয়ারি আকরাম মারা যান। ময়নাতদন্ত না করিয়েই স্বামীর লাশ গ্রহণ করেন বর্ণী। পুলিশ ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। লাশ ঝিনাইদহে আনার সময় সঙ্গে বর্ণী না আসার জন্য নানা টালবাহানা করেন। পরে ঝিনাইদহে এনে দাফন করা হয়। বর্ণীর বাবা জামাইয়ের জানাজায় অংশ নেননি। তিনি বর্ণী ও পরিবারের অন্যদের নিয়ে বাবুল আক্তারের মাগুরার বাড়িতে গিয়ে ওঠেন। সাংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আকরামের পরিবারের চাপে ময়নাতদন্ত হয়েছিল। ওই সময় চিকিৎসকরা বলেছিলেন আকরামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তখনই সন্দেহ হয় এটা হত্যা। কিন্তু ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ ছাড়া তৎকালীন পুলিশ সুপারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরবর্তীতে বাবুল আক্তার, বর্ণী ও তার ফুফাতো ভাই সাদিমুল ইসলাম মুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলার পরে কবর থেকে লাশ পুনরায় তুলে ময়নাতদন্ত করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট তৈরিতেও বাবুল প্রভাব খাটিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আকরামের ৫ বোন। তারা তাদের ভাই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
বাবুলের বিরুদ্ধে এসআই আকরাম হত্যার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর