পুলিশের সাবেক সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে পুলিশের বিশেষ শাখার সাব-ইন্সপেক্টর (এসআই) আকরাম হোসেনকে হত্যার অভিযোগ তুলেছেন আক্রামের বোন জান্নাত আরা পারভীন রিনি। তিনি ও অন্যান্য স্বজনরা গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিনি বলেন, আকরামের স্ত্রী বনানী বিনতে বশির ওরফে বর্ণী তার বিয়ের আগে থেকেই বাবুলের সঙ্গে পরিচিত। খুলনায় বাবুলের বাবা পুলিশে আর বনানীর বাবা বিআরডিবিতে চাকরি করতেন। তারা বাস করতেন পাশাপাশি বাড়িতে। সেই সুবাদে বাবুল-বর্ণী সম্পর্ক হয়। ২০০৫ সালের ১৩ জানুয়ারি আকরামের সঙ্গে বিয়ে হয় বর্ণীর। ওদিকে পারিবারিক আয়োজনে মিতুকে বিয়ে করেন বাবুল। কিন্তু বিয়ের পরও বাবুল-বর্ণীর যোগাযোগ অটুট ছিল। বর্ণী-বাবুল চক্রান্ত করেই আকরামকে হত্যা করেন। বিয়ের পর আকরামের একটি সন্তান হয়। সন্তান জন্ম দিতে বর্ণী যখন হাসপাতালে, তখন প্রতিদিনই বর্ণীকে দেখতে বাবুল আক্তার হাসপাতালে আসতেন। বর্ণী হাসপাতাল থেকে ছাড়া পেলে তাকে নিয়ে তোলা হয় বাবুলের বোন লাবণীর বাসায়। বর্ণীর সঙ্গে যোগাযোগ রক্ষা করত বাবুল। এসআই আকরাম বিদেশে মিশনে থাকাকালে বর্ণীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা বাবুল আক্তারের কথা হতো। রিনি বলেন, ‘২০১৪ সালের ২৮ ডিসেম্বর আকরামকে যমুনা সেতু হয়ে ঢাকা আসার পরামর্শ দিয়েছিলেন বর্ণী। পথে আকরামের ওপর চড়াও হওয়ার জন্য বর্ণী সন্ত্রাসী লেলিয়ে দিয়েছিল। এরপর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় মহাসড়কে মুমূর্ষু অবস্থায় আকরামকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আকরামের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রিনি আরও অভিযোগ করেন, আইসিইউতে চিকিৎসাধীন থাকতে আকরামের অবস্থার উন্নতি হচ্ছিল। বর্ণী ওই সময় স্যুপের সঙ্গে স্বামীকে বিষ খাইয়ে দেয়। ২০১৫ সালের ১৩ জানুয়ারি আকরাম মারা যান। ময়নাতদন্ত না করিয়েই স্বামীর লাশ গ্রহণ করেন বর্ণী। পুলিশ ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। লাশ ঝিনাইদহে আনার সময় সঙ্গে বর্ণী না আসার জন্য নানা টালবাহানা করেন। পরে ঝিনাইদহে এনে দাফন করা হয়। বর্ণীর বাবা জামাইয়ের জানাজায় অংশ নেননি। তিনি বর্ণী ও পরিবারের অন্যদের নিয়ে বাবুল আক্তারের মাগুরার বাড়িতে গিয়ে ওঠেন। সাংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আকরামের পরিবারের চাপে ময়নাতদন্ত হয়েছিল। ওই সময় চিকিৎসকরা বলেছিলেন আকরামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তখনই সন্দেহ হয় এটা হত্যা। কিন্তু ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এ ছাড়া তৎকালীন পুলিশ সুপারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরবর্তীতে বাবুল আক্তার, বর্ণী ও তার ফুফাতো ভাই সাদিমুল ইসলাম মুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। এই মামলার পরে কবর থেকে লাশ পুনরায় তুলে ময়নাতদন্ত করা হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট তৈরিতেও বাবুল প্রভাব খাটিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আকরামের ৫ বোন। তারা তাদের ভাই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
বাবুলের বিরুদ্ধে এসআই আকরাম হত্যার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বন্দিদের মরদেহ ফেরত না আসা পর্যন্ত অভিযান চলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম
শাটডাউন মার্কিন অর্থনীতিতে ‘প্রত্যাশার চেয়েও মারাত্মক’ প্রভাব ফেলছে: কেভিন হ্যাসেট
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম