জামালপুরের চন্দ্রা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া লোকাল ট্রেন শহরের চন্দ্রা রেলক্রসিংয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ছানোয়ার হোসেন নামে এক অটোরিকশার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে জামালপুর হাসপাতালে আবদুুর রহিম, মির হোসেন, ইন্তাজ আলী এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হোসেন আলী ও ফরিদুল ইসলাম মারা যান। পরে রাত সাড়ে ৮টার দিকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সালেহা নামে এক নারী মারা যান। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।