বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
গুলিস্তানে মাদ্রাসায় ছাত্র হত্যা

অনৈতিক সম্পর্ক নিয়ে খুন, গ্রেফতার ছাত্র

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আবদুর রহমান ওরফে জিদান হত্যা মামলার প্রধান আসামি একই মাদ্রাসার ছাত্র আবু বকরকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে মেজর আবদুল্লাহ আল মারুফের নেতৃত্বে র‌্যাব-৩-এর একটি দল আবু বকরকে সদরঘাট থেকে গ্রেফতার করে। র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর হত্যার দায় স্বীকার করেছে।

গতকাল বিকালে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বলেন, আবু বকর জিদানকে দিয়ে ব্যক্তিগত কাজ করাত; যা জিদান পছন্দ করত না। এ বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত। তিনি বলেন, জিদানের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়তে চেয়েছিল আবু বকর। কিন্তু জিদান সাড়া না দেওয়ায় সে আরও ক্ষিপ্ত হয়। এসব বিষয়ে শিক্ষকের কাছে অভিযোগ দেওয়া হলে তার মীমাংসা করে দেন। এতে আবু বকর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর ঘুমন্ত অবস্থায় জিদানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। প্রসঙ্গত, সোমবার ভোরে ওই মাদ্রাসার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে শিশু জিদানের লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার রাত দেড়টা থেকে ২টার মধ্যে খুন করা হয় তাকে। ৪০ জন ঘুমন্ত শিশু-কিশোরের মধ্যেই জিদানকে গলা কেটে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কে গুম করে পালিয়ে যায় আবু বকর। জিদান মাদ্রাসাটির হেফজ শাখার ছাত্র। সে কোরআন শরিফের ১৬ পারা মুখস্থ করেছিল। তার বাবার নাম হাফিজ উদ্দিন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর