রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

অর্ধেক খুলি নিয়ে জন্মাল শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে মাথার খুলি ছাড়াই জন্ম নিয়েছে এক শিশু। অপরিপূর্ণ জন্ম নেওয়া শিশুটি ‘এনএন ক্যাপালি’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল সকালে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম দেন জান্নাতুল নাঈম। তিনি বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের নাপোড়া গ্রামের বাসিন্দা আবদুর রহমানের স্ত্রী।

রাতে পাওয়া খবর অনুযায়ী, শিশুটি জীবিত রয়েছে। এদিকে খুলি ছাড়াই শিশুর জন্ম নেওয়াকে স্বাভাবিক ঘটনা বলে মনে করছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, খুলি ছাড়াই জন্ম নেওয়া শিশুদের ‘এনএন ক্যাপালি’ রোগাক্রান্ত বলা হয়। জন্ম নেওয়া প্রতি ১০ হাজার শিশুর মধ্যে একজন এ ধরনের রোগী পাওয়া যায়। এ রোগে আক্রান্ত শিশুরা জন্মগ্রহণের পর পরই মারা যায়, কিংবা গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে। কিন্তু এ শিশুটি এখনো জীবিত রয়েছে। তার মাও সুস্থ আছেন। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর