সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
ট্যাঙ্কারটি তলিয়েই গেল

দুই বাংলাদেশিসহ ৩২ জনের জীবিত থাকার আশা কম

পূর্ব চীন সাগরে দুর্ঘটনায় পড়া ইরানের তেলবাহী ট্যাঙ্কারটি অবশেষে পানিতে তলিয়েই গেছে। ইরানের বন্দর ও নৌ চলাচল বিষয়ক সংস্থা গতকাল এ তথ্য জানিয়েছে। নাবিকদের মধ্যে ৩০ জন ইরানি ও দুইজন বাংলাদেশি ছিল। এই ৩২ ক্রুর কারও জীবিত থাকার আর কোনো আশা নেই বলে ইরানের একজন কর্মকর্তা জানিয়েছেন। গত ৬ জানুয়ারি সাংহাই উপকূলের ১৬০ নটিক্যাল মাইল পূর্বে পূর্ব চীন সাগরে পানামার নিবন্ধিত ইরানের ট্যাঙ্কার ‘সাচি’ ও হংকংয়ে নিবন্ধিত চীনের পণ্যবাহী জাহাজ ‘সিএফ ক্রাইস্টাল’র মধ্যে সংঘর্ষ হয়। ট্যাঙ্কারটি ইরান থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১ লাখ ৩৬ হাজার টন অপরিশোধিত তেল বহন করছিল। আর জাহাজটি যুক্তরাষ্ট্র থেকে খাদ্য নিয়ে হংকংয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই পণ্যবাহী জাহাজাটিতে থাকা ২১ চীনা নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও ট্যাঙ্কারটির ৩২ ক্রুর ক্ষেত্রে তা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকে গতকাল পর্যন্ত ট্যাঙ্কারটির ক্রুদের মধ্যে কেবল তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর থেকেই ট্যাঙ্কারটিতে আগুন জ্বলছিল। এটিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এটি পানিতে তলিয়ে যেতে পারে বলে চীনের কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। শেষ পর্যন্ত তাই হয়েছে।

চীনের রাষ্ট্রীয় টিভির খবরে গতকাল বলা হয়, ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারটিতে গতকাল দুপুরের দিকে হঠাৎ বড় ধরনের আগুন লেগে যায় এবং এতে বিস্ফোরণ ঘটে। এরপরই এটি পানিতে তলিয়ে যেতে থাকে। এদিকে, ট্যাঙ্কারটির  ক্রুদের মধ্যে একজনেরও জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই বলে দুর্ঘটনাস্থলে পাঠানো ইরানের উদ্ধারকারী দলের মুখপাত্র মোহাম্মদ রাস্তাদ জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভিকে তিনি বলেন, ‘ক্রু সদস্যদের মধ্যে কাউকে জীবিত পাওয়ার কোনো আশা নেই।’

সর্বশেষ খবর