সোমবার, ১৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
হেফাজতের আসামিকে সাজা

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসিকে তলব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগড়ায় পুলিশ হেফাজতে থাকা এক আসামিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশ কর্মকর্তাকে তলব  করেছে হাই কোর্ট। ২৮ জানুয়ারি তাদের সশরীরে হাই কোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। একটি রিটের শুনানি করে গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলম, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান এবং এসআই হেলাল খান ও ওয়াসিম মিয়া। ভ্রাম্যমাণ আদালতের সাজা চ্যালেঞ্জ করে লোহাগড়ার আধুনগর সর্দানীপাড়ার বাসিন্দা কারাবন্দী বেলাল উদ্দিন এ রিট করেন। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। ভ্রাম্যমাণ আদালত গত বছর ১৪ অক্টোবর বেলাল উদ্দিনকে দুই পুরিয়া গাঁজাসহ হাতেনাতে ধরার অভিযোগে ৮ মাসের কারাদণ্ড দেয়। এ সাজার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বেলাল উদ্দিন। রিট আবেদনে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। শুনানি করে আদালত সংশ্লিষ্ট চারজনকে তলবের পাশাপাশি রুল জারি করে। রুলে বেলালকে দেওয়া সাজা কেন বাতিল করা হবে না, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না এবং আবেদনকারীকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, লোহাগড়া ইউএনও, ওসিসহ ৫ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর