যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৯১১ কল অনুযায়ী হাজির হতে গেলে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় এ ঘটনা ঘটে। খবর : রয়টার্সর। জানা গেছে, সেখানে এক পারিবারিক ঝগড়ার ঘটনা নিয়ে জরুরি নাম্বারে ফোন করা হয়েছিল। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানান, ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মোরবিটজার বলেন, ‘তারা দুজন আমাদের অন্যতম সেরা (কর্মকর্তা) ছিলেন। এটা তাদের কল ছিল এবং তারা ঠিকমতো সাড়া দিয়েছিলেন।’ কলম্বাস পুলিশের নেতৃত্বে গোলাগুলির এ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান। পুলিশ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যক্তির শারীরিক অবস্থা ও তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, ওয়েস্টারভিলের এ ঘটনার একদিন আগে জর্জিয়ায় এক বন্দুকধারীর গুলিতে অপর এক পুলিশ কর্মকর্তা নিহত ও স্থানীয় শেরিফের দুই ডেপুটি আহত হন। পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
শিরোনাম
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!
- বিহারের নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ছিল না, অভিযোগ রাহুল গান্ধীর
- দিল্লি বিস্ফোরণের জেরে চার চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল
- দুই শতাধিক খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস
- বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্তাকে গুলি করে হত্যা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর