যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৯১১ কল অনুযায়ী হাজির হতে গেলে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় এ ঘটনা ঘটে। খবর : রয়টার্সর। জানা গেছে, সেখানে এক পারিবারিক ঝগড়ার ঘটনা নিয়ে জরুরি নাম্বারে ফোন করা হয়েছিল। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানান, ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মোরবিটজার বলেন, ‘তারা দুজন আমাদের অন্যতম সেরা (কর্মকর্তা) ছিলেন। এটা তাদের কল ছিল এবং তারা ঠিকমতো সাড়া দিয়েছিলেন।’ কলম্বাস পুলিশের নেতৃত্বে গোলাগুলির এ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান। পুলিশ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যক্তির শারীরিক অবস্থা ও তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, ওয়েস্টারভিলের এ ঘটনার একদিন আগে জর্জিয়ায় এক বন্দুকধারীর গুলিতে অপর এক পুলিশ কর্মকর্তা নিহত ও স্থানীয় শেরিফের দুই ডেপুটি আহত হন। পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্তাকে গুলি করে হত্যা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর