যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ৯১১ কল অনুযায়ী হাজির হতে গেলে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ওয়েস্টারভিল শহরের কলম্বাস এলাকায় এ ঘটনা ঘটে। খবর : রয়টার্সর। জানা গেছে, সেখানে এক পারিবারিক ঝগড়ার ঘটনা নিয়ে জরুরি নাম্বারে ফোন করা হয়েছিল। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ওয়েস্টারভিলের পুলিশ প্রধান জোয়ে মোরবিটজার জানান, ওই দুই কর্মকর্তা একটি অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে ৩৯ বছর বয়সী পুলিশ কর্মকর্তা এরিক জোয়েরিং ঘটনাস্থলেই মারা যান। ৫৪ বছর বয়সী অপর কর্মকর্তা অ্যান্থনি মোরেলিকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়েছেন এবং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মোরবিটজার বলেন, ‘তারা দুজন আমাদের অন্যতম সেরা (কর্মকর্তা) ছিলেন। এটা তাদের কল ছিল এবং তারা ঠিকমতো সাড়া দিয়েছিলেন।’ কলম্বাস পুলিশের নেতৃত্বে গোলাগুলির এ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান। পুলিশ নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ওয়েস্টারভিল শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ হেফাজতে থাকা আহত সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যক্তির শারীরিক অবস্থা ও তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, ওয়েস্টারভিলের এ ঘটনার একদিন আগে জর্জিয়ায় এক বন্দুকধারীর গুলিতে অপর এক পুলিশ কর্মকর্তা নিহত ও স্থানীয় শেরিফের দুই ডেপুটি আহত হন। পুলিশের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার