কুমিল্লার শাহজালাল বলী ও চকোরিয়ার তারেকুল ইসলাম জীবন। দুজনই জব্বারের বলী খেলার ১০৯তম আসরে ফাইনালিস্ট ছিলেন। সুঠাম দেহ ও প্রচণ্ড শক্তিশালী এ দুই বলী প্রতি রাউন্ডে প্রতিপক্ষকে এক প্রকার আয়েশীভাবেই হারিয়ে ফাইনালে উঠেছিলেন। তারপর চ্যাম্পিয়নের জন্য হলো দুই ‘বলবানের’ নৈপুণ্য দেখানো চূড়ান্ত লড়াই। প্রায় ১৮ মিনিট ধরে ঘায়েল পাল্টা ঘায়েল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত হার মানলেন কুমিল্লার শাহজালাল বলী। বিজয়ী হলেন চকোরিয়ার তারেকুল ইসলাম জীবন। গতকাল আবদুল মালেকের নেতৃত্বে চার রেফারি তারেকুল ইসলাম জীবন বলীকে বিজয়ী ঘোষণা করেন। চ্যাম্পিয়ন হওয়ার পর তারেকুল ইসলাম জীবন বলেন, ‘৯ বছর ধরে জব্বারের বলী খেলায় অংশগ্রহণ করেছি। বিগত সময়ে কোনোবারই ফাইনালে উঠতে পারিনি। এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক অনুশীলন করেছি। শুরু থেকেই আস্থা বিশ্বাস ছিল— এবার আমি চ্যাম্পিয়ন হবোই। শেষ পর্যন্ত আমি সফল হয়েছি।’ ঢোলের তালে তালে এবং দর্শকদের হর্ষধ্বনির ভিতর দিয়ে গতকাল বিকাল ৪টায় শুরু হয় জব্বারের বলী খেলার ১০৯তম আসরের সমাপণী পর্ব। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৪০০ বর্গফুটের ৫ ফুট উঁচু বালুর মঞ্চে শুরু হয় প্রথম পর্বের খেলা। এতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ১০২ জন বলী অংশ নেন। প্রথম পর্বে অংশ নেওয়াদের সবাই ছিলেন ‘সৌখিন বলী’। যারা মূলত সখের বসেই খেলায় অংশগ্রহণ করেন। প্রথম পর্ব শেষে শুরু হয় কোয়ার্টার ফাইনাল। এতে উখিয়ার জয়লান বলী সালাউদ্দিন বলীকে, মহেশখালীর মো. হোসেন বলী সৈয়দ নুর বলীকে, কুমিল্লার শাহজাহান বলী হাসেম বলীকে পরাজিত করে সেমিফাইনালে আসেন। চকোরিয়ার তারেকুল ইসলাম জীবন বলী সহজে প্রতিপক্ষকে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন। প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হন জীবন বলী ও জয়নাল বলী। চার মিনিটের ওই লড়াইয়ে জীবন জয়ী হন। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন হোসেন বলী ও শাহজালাল বলী। তিব্র ওই লড়াইয়ে শাহজালাল বিজয়ী হয়ে ফাইনালে ওঠেন। এর আগে আবদুল জব্বার স্মৃতি বলী খেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ আলম হাসান। সমাপনীতে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নের হাতে ট্রপি তুলে দেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন বলী খেলার স্পন্সর প্রতিষ্ঠান বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র। জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘি ও তার আশপাশের তিন বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসে তিন দিনের বৈশাখী মেলা। পুরো এলাকাজুড়ে বসে স্টল ও ভাসমান দোকান। বিক্রেতারা মেলায় বিক্রির জন্য আনেন গৃহস্থালির নানা পসরা। দা-বঁটি, হাতপাখা, শিশুদের রকমারি খেলনা, ফুলঝাড়ু, গাছের চারা, মুড়ি-মুড়কি, গহনা, মাটির ব্যাংক, শোপিস, হাতি-ঘোড়া থেকে শুরু করে শীতলপাটি পর্যন্ত শোভা পায় এ মেলায়।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
বাজিমাত জীবন বলীর
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর