সিলেটে এস এম আবদুল আহাদ (৪০) নামে একজন প্রবাসী আওয়ামী লীগ নেতাকে খুন করা হয়েছে। গতকাল রাত পৌনে ১১টার দিকে নগরীর তাঁতীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাংলানিউজ।
নিহত আবদুল আহাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর এলাকার বাসিন্দা হাজী নূর মিয়ার ছেলে ও কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁতীপাড়া সড়কে হাঁটছিলেন আবদুল আহাদ। এমন সময় কয়েকজন যুবক তাকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        