সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ২০ মামলার আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল হাসান (৩৮) নামে ২০ মামলার এক আসামি নিহত হয়েছে। গতকাল ভোরে শহীদনগর মসজিদের পাশে এক বাসায় এ ঘটনা ঘটে। র‌্যাব জানিয়েছে, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত রবিউল হাসান শহরের দেওভোগ এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদক, ডাকাতি ও অস্ত্রসহ ২০টি মামলা রয়েছে। র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টায় শহীদনগরের মসজিদের  পাশে একটি বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় দরজা খোলার জন্য টোকা দিলে ভিতর  থেকে গুলি ছোড়া শুরু হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ভিতরে প্রবেশ করে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের কনস্টেবল আলম ও আলামিন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর