রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্থিতিশীল রাখতে উদ্যোগ নিতে হবে : আবু আহমেদ

স্থিতিশীল রাখতে উদ্যোগ নিতে হবে : আবু আহমেদ

বিশিষ্ট অর্থনীতিবিদ শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, বৃহৎ বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করা, ব্যাংক সুদহার ও খেলাপি ঋণ কমালে শেয়ারবাজারের এই স্থিতিশীল অবস্থা ধরে রাখা যাবে। নতুন অর্থমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে যে আশাবাদ সৃষ্টি হয়েছে তার কারণ তিনি (অর্থমন্ত্রী) নিজে শেয়ারবাজার ও ব্যাংকিংয়ের বাইরেও হিসাব বিষয়ে ভালো জ্ঞান রাখেন। জানুয়ারির শুরু থেকে শেয়ারবাজার শক্তিশালী হওয়ার এটা একটি অন্যতম কারণ। বাজারের এই ইতিবাচক অবস্থা ধরে রাখতে হলে অর্থ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। আবু আহমেদ বলেন, মানুষের মধ্যে যে আস্থা ফিরেছে, তেজিভাব ফিরেছে, এটা ধরে রাখতে হবে। এমনি এমনি বাজার এ রকম থাকবে না। ২০১০ সালের পর বিএসইসি নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু তারা কিছু করতে পারেনি। অর্থ মন্ত্রণালয়কে এজন্য উদ্যোগ নিতে হবে। গত আট বছরে যেসব কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়েছে এর বেশির ভাগই কয়েকদিন পর জাঙ্ক শেয়ারে পরিণত হয়েছে। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। বিএসইসি কিছু করতে পারেনি, তারা কিছু করতে পারবে না। বহুজাতিক কোম্পানি, বৃহৎ মূলধনী কোম্পানি শেয়ারবাজারে নিয়ে আসতে হলে অর্থ মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। বছরে যদি পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত হয় এর মধ্যে একটি বড় কোম্পানি থাকলেও চলে। আমাদের প্রতিবেশী সব দেশেই নেস্লে, ইউনিলিভারের মতো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত, টেলিকম কোম্পানি তালিকাভুক্ত। কিন্তু আমাদের দেশে তারা আসতে চায় না। অর্থমন্ত্রী যদি তাদের ডেকে বলেন আমার মনে হয় কাজ হবে। তিনি আরও বলেন, আমাদের এখানে বন্ড মার্কেট নেই, ডিরাইভেটিভ মার্কেট নেই। বড় গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংক সুদ হার কমাতে হবে।

 

সর্বশেষ খবর