ক্রেতা-দর্শনার্থী ও বিক্রেতাদের ভিতর আশা জাগিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হলো রিহ্যাব আবাসন মেলা ২০১৯। এবার ৫ দিনব্যাপী আবাসন মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতিতে খুশি মেলার আয়োজক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব। এ প্রসঙ্গে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার মেলায় ব্যাপক সাড়া পেয়েছি। মাত্র ৫ দিনের মেলায় ২৫ হাজারের অধিক ক্রেতা-দর্শনার্থীর অংশগ্রহণ আমাদের ভিতরে যেমন আশা জাগিয়েছে। তেমনি সচেতন ক্রেতাদের মনেও স্বস্তি বইছে। গত ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া রিহ্যাব আবাসন মেলার পর্দা নেমেছে গতকাল। র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপনী হয়। এ সময়ে সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন। এদিকে দেশের আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন এই মেলার সমাপনী দিনে গতকাল দিনভর ক্রেতা-দর্শনার্থীদের ঢল নামে। সকাল থেকেই ভিড় জমান দর্শনার্থীরা। মেলায় বিভিন্ন ব্যাংকের ঋণের স্কিমের দিকে নজরও দিচ্ছেন অনেকেই। মেলায় আসা মুসতারি বিনতে রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উত্তরায় আমার একটা জমি আছে। সেখানে ভবন করতে চাই। সেজন্য খোঁজ-খবর নিতে এসেছি। মেলার সমাপনী দিনে দর্শনার্থীদের এমন সাড়া পেয়ে আনন্দিত প্রদর্শনীতে অংশ নেওয়া কোম্পানিগুলো। তারা বিকিকিনির থেকে দর্শনার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকেই বেশি গুরুত্বারোপ করছে। ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে খুশি আয়োজকরাও। এ প্রসঙ্গে জানতে চাইলে রিহ্যাবের সহ-সভাপতি কামাল মাহমুদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার এত সাড়া পেয়েছি, তা ছিল অপ্রত্যাশিত। বিগত দুই-তিন বছরে এমন সাড়া মেলেনি। অপরদিকে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীরা জানিয়েছেন, এবার মেলায় ফ্ল্যাটের বুকিং দিলে বিশেষ মূল্য ছাড় রয়েছে। এলাকা ও প্রকল্পের ধরনের ওপর ছাড় নির্ভর করছে। মেলা থেকে নগদ লেনদেনে ১০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। রাজধানীর উত্তরা, বসুন্ধরা, মালিবাগ ও বনানীর পাঁচ প্রকল্পের ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস বিক্রিতে অফার রয়েছে। মেলায় কথা হয় রোকসানা আহমেদ নামের এক দর্শনার্থীর সঙ্গে। তিনি বলেন, এবার মেলার পরিবেশ অনেক ভালো। আমি মেলাতে এসে কিছু প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। মেলায় ছোট আকারের ফ্ল্যাটের প্রতিই আগ্রহ বেশি আমার। চাই সাধ্যের মধ্যে মিরপুর এলাকায় একটি ফ্ল্যাট কিনতে। জানা গেছে, মেলায় অভিজাত এলাকাগুলোয় ফ্ল্যাটের দাম কোটি টাকার ওপরে। তবে মধ্যবিত্তদের জন্য আছে মিরপুর, খিলগাঁও, গোপীবাগের মতো এলাকায় ফ্ল্যাট। কোম্পানিগুলো মধ্যবিত্তের জন্য ৫০ লাখের কমেও ফ্ল্যাট দিচ্ছে।
শিরোনাম
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
শেষ হলো আবাসন মেলা ব্যাপক সাড়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর