সাত বছর বয়সে হারিয়ে যাওয়ার এক যুগ পর মায়ের কোলে ফিরল নাঈম। গতকাল সকালে যশোর সার্কিট হাউসে নাঈমের বাবা-মায়ের কাছে তাকে তুলে দেওয়া হয়। এ সময় যশোরের জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল, যশোর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসীত কুমার সাহা, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর বাবা-মায়ের কাছে ফিরতে পেরে আপ্লুত হয়ে পড়ে নাঈম। শেষ পর্যন্ত ছেলেকে ফিরে পেয়ে খুশি তার বাবা-মা-ও। ২০০৬ সালের ৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হারিয়ে যায় নাঈম। এরপর থানা-পুলিশ, আদালত হয়ে তার ঠিকানা হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র। এই কেন্দ্রের সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান বলেন, ২০০৭ সালের ১৪ মে মাগুরার ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশের মাধ্যমে নাঈম যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আসে। সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। এ অবস্থায় তার পিতা-মাতার খোঁজে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। টেলিভিশনেও তাদের নিয়ে নিউজ করা হয়। কিন্তু তার অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন আগে একজন আনসার সদস্য বদলি হয়ে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে যোগদান করেন। নাঈমের বাড়ি তার শ্বশুরবাড়ির এলাকায় হওয়ায় তিনি তাকে শনাক্ত করেন। এরপর তার বাবা-মাকে খবর দেওয়া হয়। আদালত ও প্রশাসনিক সব কাজ শেষ করে তাকে তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, নাঈমকে হস্তান্তরের সময় তাকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া নাঈম যেহেতু বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সে কারণে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সমাজসেবা দফতরে যোগাযোগ করা হয়েছে যাতে নাঈম প্রতিবন্ধী ভাতা পেতে পারে। নাঈমের পিতা উমর আলী বিশ্বাস ও মা আছিয়া বেগম বলেন, ‘আমরা এখন রাজবাড়ী জেলার পাংশায় থাকি। খুবই গরিব। রিকশা-ভ্যান চালিয়ে পেট চালাই। তারপরও ছেলেকে খুঁজে পেতে আমরা নানাভাবে চেষ্টা করেছি। পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছিলাম। এক পর্যায়ে হাল ছেড়ে দিই। ছেলেকে এভাবে খুঁজে পাব কল্পনাও করিনি’। যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ বলেন, নাঈমের মতো আরও ৮টি শিশু যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছে, যাদের অভিভাবকের সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ৮টি শিশুর কেউই নিজেদের নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। এদের বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে।
শিরোনাম
- মোংলায় যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
- সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
- বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ একে একে পাঁচজনের মৃত্যু
- বগুড়ায় পিতার লাশ আটকে রেখে সম্পত্তি আদায়
- বিনিয়োগের পরিবেশ প্রয়োজন
- স্বনামধন্য ব্যবসায়ীদের কপালেও ঋণখেলাপির তিলক
- কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে
- ‘আমরা কারাগারে নয়, কসাইখানায় ছিলাম’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৪ অক্টোবর)
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
ফিল্মি কাহিনি নয়
হারানো সন্তান এক যুগ পর মায়ের কোলে
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম