সাত বছর বয়সে হারিয়ে যাওয়ার এক যুগ পর মায়ের কোলে ফিরল নাঈম। গতকাল সকালে যশোর সার্কিট হাউসে নাঈমের বাবা-মায়ের কাছে তাকে তুলে দেওয়া হয়। এ সময় যশোরের জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল, যশোর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসীত কুমার সাহা, যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর বাবা-মায়ের কাছে ফিরতে পেরে আপ্লুত হয়ে পড়ে নাঈম। শেষ পর্যন্ত ছেলেকে ফিরে পেয়ে খুশি তার বাবা-মা-ও। ২০০৬ সালের ৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হারিয়ে যায় নাঈম। এরপর থানা-পুলিশ, আদালত হয়ে তার ঠিকানা হয় যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র। এই কেন্দ্রের সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান বলেন, ২০০৭ সালের ১৪ মে মাগুরার ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশের মাধ্যমে নাঈম যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে আসে। সে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। এ অবস্থায় তার পিতা-মাতার খোঁজে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। টেলিভিশনেও তাদের নিয়ে নিউজ করা হয়। কিন্তু তার অভিভাবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন আগে একজন আনসার সদস্য বদলি হয়ে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে যোগদান করেন। নাঈমের বাড়ি তার শ্বশুরবাড়ির এলাকায় হওয়ায় তিনি তাকে শনাক্ত করেন। এরপর তার বাবা-মাকে খবর দেওয়া হয়। আদালত ও প্রশাসনিক সব কাজ শেষ করে তাকে তার পিতা-মাতার হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, নাঈমকে হস্তান্তরের সময় তাকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া নাঈম যেহেতু বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। সে কারণে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সমাজসেবা দফতরে যোগাযোগ করা হয়েছে যাতে নাঈম প্রতিবন্ধী ভাতা পেতে পারে। নাঈমের পিতা উমর আলী বিশ্বাস ও মা আছিয়া বেগম বলেন, ‘আমরা এখন রাজবাড়ী জেলার পাংশায় থাকি। খুবই গরিব। রিকশা-ভ্যান চালিয়ে পেট চালাই। তারপরও ছেলেকে খুঁজে পেতে আমরা নানাভাবে চেষ্টা করেছি। পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছিলাম। এক পর্যায়ে হাল ছেড়ে দিই। ছেলেকে এভাবে খুঁজে পাব কল্পনাও করিনি’। যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ বলেন, নাঈমের মতো আরও ৮টি শিশু যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছে, যাদের অভিভাবকের সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ৮টি শিশুর কেউই নিজেদের নাম-ঠিকানা কিছুই বলতে পারে না। এদের বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে।
শিরোনাম
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান