বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

সৌদি আরবে স্থায়ী বসবাসে গ্রিনকার্ড

প্রতিদিন ডেস্ক

ধনী বিদেশি ও দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে গ্রিন কার্ডের আদলে একটি বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব সরকার। এতে বিদেশিদের দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি মিলবে। সূত্র : রয়টার্স। গত মঙ্গলবার সৌদি আরবের মন্ত্রিসভায় এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। সৌদি প্রেস জানিয়েছে, মাসখানেক আগে সৌদি শূরা কাউন্সিল এ প্রস্তাব অনুমোদন করেছিল। গত মঙ্গলবার তা মন্ত্রিসভার সায় পেয়েছে। এরপর স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ব্যবস্থায় মোটা ফি দিয়ে সৌদি আরবে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যাবে। পাশাপাশি সেখানে ব্যবসা করা ও সম্পত্তির মালিক হওয়ারও সুযোগ হবে।

সর্বশেষ খবর