রাজধানীর উত্তরার লেকের পাড়ে রাতের আঁধারে রেখে যাওয়া আবর্জনার স্তূপ সরিয়ে ফেলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরার ১৫ নম্বর ব্রিজ সংলগ্ন লেকের পাড়ের ময়লার স্তূপ সরিয়ে ফেলায় দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি পেয়েছে এলাকাবাসী। গত ১০ জুন বাংলাদেশ প্রতিদিনে ‘রাতের আঁধারে ময়লায় ভরাট উত্তরা লেক’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি ডিএনসিসি কর্তৃপক্ষের নজরে আসে। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম স্থানটি পরিদর্শন করে ময়লা সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে গত তিন দিনে ময়লা সরিয়ে ফেলে ডিএনসিসি। এ বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা নগরবাসীর সেবায় সর্বদা সচেষ্ট আছি। এ ধরনের বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করি। সরেজমিন দেখা যায়, লেকের পাড়ের ময়লার স্তূপ সরিয়ে ফেলা হয়েছে। জায়গাটির চারপাশে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সেখানে সারিবদ্ধভাবে কলা গাছ লাগানো হয়েছে। ময়লা সরিয়ে ফেলায় আগের মতো আর উৎকট দুর্গন্ধ নেই। লেকের পাশের রাস্তা দিয়ে মানুষ এখন স্বস্তিতে যাতায়াত করতে পারছেন। ময়লা সরিয়ে ফেলায় এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছেন এলাকাবাসী ও পথচারীরা। এ বিষয়ে স্থানীয় দোকানি মোহাম্মদ চান মিয়া বলেন, তিন দিন আগে থেকে ময়লা সরানো শুরু করে সিটি করপোরেশনের গাড়ি। খালের পাড়ে ময়লা ফেলায় দুর্গন্ধে নাক চেপে যাতায়াত করতে হতো। এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আরেকজন বাসিন্দা রিবুল ইসলাম বলেন, ময়লা জমে থাকায় মশার উপদ্রব বেড়ে গিয়েছিল। ওইভাবে ময়লা পড়ে থাকলে এলাকায় রোগ-জীবাণু ছড়িয়ে পড়ত।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বাংলাদেশ প্রতিদিনে খবর
সরিয়ে ফেলা হলো উত্তরা লেক পাড়ের আবর্জনার স্তূপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর