বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভূমধ্যসাগরে ডুবল নৌকা, উদ্ধার ৩৭ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ। গত সোমবার রাতে তাদের উদ্ধারের পর মঙ্গলবার দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর : আল অ্যারাবিয়া.নেটের।

প্রতিবেদনে বলা হয়, ৭১ অভিবাসীর মধ্যে ৩৭ জন বাংলাদেশি, ৮ জন করে মরক্কো ও মিসরের, ৭ জন আলজেরিয়ার, ৪ জন সুদানের, ২ জন চাদের ও একজন তিউনিসিয়ার নাগরিক রয়েছেন। তারা সবাই নিরাপদে আছেন। তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হাউসেম এডডিন জেবালি জানান, নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে জুওয়ারা শহর থেকে তিউনিশিয়ার  কের্কেনহা দ্বীপপুঞ্জের কাছে পৌঁছানোর পর নৌকার তলায় ছিদ্র দেখা দেয়। তবে নৌকায় থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয় বলে নিশ্চিত করেছেন তিনি।

সর্বশেষ খবর