রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মঞ্চে রাত ভরে বৃষ্টি

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে রাত ভরে বৃষ্টি

বুদ্ধদেব বসুর আলোচিত-সমালোচিত উপন্যাস ‘রাত ভরে বৃষ্টি’। আর এই উপন্যাসটি নিয়েই নাটক মঞ্চায়ন করেছে নাটকের নতুন দল আপস্টেজ থিয়েটার।

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। বিয়ে ও সংসারের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপড়েনের গল্প নিয়ে তৈরি হয় উপন্যাসটির কাহিনী। মধ্যবিত্ত সমাজ জীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী- পুরুষের দাম্পত্য সম্পর্কের নানা জটিলতা, বিশ্বাস-অবিশ্বাসের বিষয় তুলে ধরা হয়েছে এতে। বলা হয়েছে সমাজের মধ্যবিত্ত  শ্রেণির মানুষের দাম্পত্য জীবনের মানসিক ও জৈবিক টানাপড়েন এবং তাদের না বলা কথা। সাইফ সুমন নির্দেশিত নাটকটিতে অভিনয় করেছেন কাজী রুকসানা রুমা, প্রশান্ত হালদার ও সাথী রঞ্জন দে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর