রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চাকরির বয়স ৩৫ করার দাবিতে ফের আন্দোলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আবার আন্দোলন শুরু করেছে চাকরিপ্রার্থীরা।

গতকাল সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

সমাবেশে সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ  হোসেন বলেন, জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশের পরও  কেন উপেক্ষা করছেন? ২৮ লাখ তরুণের দাবি কেন অবহেলা করছেন? আমরা বলতে চাই দ্রুত আমাদের এই ৭ বছর ধরে চলা দাবি মেনে নিন এবং চাকরির বয়স ৩৫ বাস্তবায়ন করুন। সমাবেশে এম এ আলী, আলামিন রাজু, হারুন-অর-রশিদ, ইউসুফ জামিল, রফিকুল ইসলাম কিরন, মহাদেব সরকার, নাছির হোসেন, কামাল হোসেন, জসিম উদ্দিন, নাসরিন সুমি, অরুনিমা, নাহিদা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর