সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিএনপির চসিক স্বপ্ন

চট্টগ্রাম বিএনপির নতুন নেতৃত্ব থেকে ছিটকে পড়েছেন প্রবীণ নেতারা। সংগঠনে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ঘাটতি আছে। এমন অবস্থাতেও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে স্বপ্ন বুনছে বিএনপি।

দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, ‘মহানগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে ৩০টির পূর্ণাঙ্গ কমিটি এবং ১৫টি সাংগঠনিক থানার মধ্যে ৫টির পূর্ণাঙ্গ কমিটি আছে। বাকিগুলোর শিগগির কমিটি হবে বলে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েলের দেখা নেই আট বছর। সপরিবারে তিনি কানাডা রয়েছেন বলে দলের একাধিক সূত্র জানায়। সর্বশেষ কমিটি ঘোষিত হয় ২০১১ সালে। সেই কমিটির সভাপতি হন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও জাফরুল ইসলাম চৌধুরী। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী মোসাদ সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়ে গত সাড়ে তিন বছর ধরে কারাগারে। সেই কমিটির সদস্য সচিব রাউজানের সাবেক পৌর মেয়র আবদুল্লাহ আল হাসান দুই বছর আগে মৃত্যুবরণ করেন। সেই থেকে উত্তর চট্টগ্রামে বিএনপি অনেকটা অভিভাবকহীন। সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিনকে কেন্দ্র করে সেখানে সক্রিয় হয়েছে একটি গ্রুপ। আরেকটি গ্রুপ সক্রিয় বিএমএ’র সাবেক নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরীর নেতৃত্বে। বিএনপি নেতা ভিপি নাজিম বলেন, সব ভেদাভেদ ভুলে বেগম জিয়ার মুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর