রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কবর থেকে তোলা হলো নাঈমুল আবরারের লাশ

নোয়াখালী প্রতিনিধি

আদালতের নির্দেশে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাতের লাশ দাফনের ৮ দিন পর শনিবার বিকালে আদালদের নির্দেশে কবর থেকে তোলা হলো। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিফিলের উপস্থিতিতে সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তোলা হলো। লাশ তোলার সার্বিক বিষয় তদারকি করেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল ও সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর আবদুল আলিম এবং পুলিশের ৪ সদস্য উপস্থিত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর মো. আবদুল আলিম জানান, লাশ তোলার পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ৬ নভেম্বর আবরারের বাবা মজিবুর রহমান বাদী হয়ে প্রথম আলো কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে দৈনিকটির সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ঢাকার চর্তুথ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক মামলাটি আমলে নিয়ে  কবর থেকে লাশ তুলে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর