বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকার খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ামোদীদের উদ্দেশে বলেছেন, সরকার খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে, ততটাই তাদের মনমানসিকতা ভালো হবে। শারীরিকভাবেও তারা সুস্থ হবে এবং খেলায় নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। বাসস। তিনি গতকাল বিকালে গণভবনে ‘শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’-এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট ও ফুটবল জনপ্রিয় খেলা হলেও এখন মানুষ টেনিসের সঙ্গেও পরিচিত হচ্ছে। আর এ প্রতিযোগিতা আয়োজনের পর তরুণ প্রজন্ম আরও বেশি করে টেনিসের প্রতি আকৃষ্ট হবে বলে আমি মনে করি।’ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, স্থানীয় সংসদ সদস্য সালাম মুর্শেদী ও শেখ সালাহউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর